আপনি কীভাবে আপনার প্রোফাইলকে একটি ফেসবুক পেইজে রূপান্তর করবেন?

How do you convert  your profile into a Facebook page?

আসসালামু আলাইকুম
প্রতিদিন এর মতো আজও একটা নতুন টিমস নিয়ে হজির হলাম। আজকে বলো আপনি কীভাবে আপনার প্রোফাইলকে একটি ফেসবুক পৃষ্ঠায় রূপান্তর করবেন? 
এর মাধ্যমে আপনার ফেসবুকে যত বন্ধু আছে সবাই আপনার Page like এ পরিনত হবে।এটা কে আপনি এক ধরনের auto facebook page like ও বলতে পারেন।যদি আপনার Facebook এ 4000+ friends থাকে তাহলে আপনার friends গুলো আপনার পেজ এর লাইক এ পরিনত হবে,আর আপনার friends request গুলো  Page Follower হিসেবে এড হয়ে যাবে। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

প্রথমে আপনার ফোনের Google Chrome ওপেন করুন এবং Facebook এর Officials লিংক এ গিয়ে Login করুন।
     
 Create a Facebook Page Based on Your Profile এখনে ক্লিক করুন। 
ক্লিক করলে একটি ওয়েবপেজ এ নিয়ে যাবে। এর পর আপনার Browser টি Desktop Mode এ ওপেন করুন।ওপেন করলে নিচের ছবির মতো একটি ওয়েবপেজ আসবে। এরপর Get Stared এ ক্লিক করুন।
ক্লিক করার সাথে সাথে আপনাকে বপনার পেজ এর Categories সিলেক্ট করতে বলবে। আপনি কি ধরনের পেজ খুলতে চান সেই আনুয়াযি আপনার Categories নির্বাচন করুন।   
এবার Next এ ক্লিক করুন।
এবার আপনি কি আপনার সব বন্ধুদের আপনার পেইজের Like & Follow হিসেবে এড করতে চান, এর জন্য সিলেকশন করতে বলে। আপনি Select all  এ ক্লিক করুন এবং Next এ ক্লিক করুন।   
আপনি যদি আপনার প্রোফাইল এর ছবি ও ভিডিও গুলো পেজ এ এড করতে চান তাহলে এখান থেকে মার্ক করুন এবং Next এ ক্লিক করুন। 
এবার Create Page এ ক্লিক করুন।
কিছুখন সময় অপেক্ষা করুন দেখবেন আপনার পেজ এ নিয়ে যাবে। 
এখনও আপনার পেজটি Published হয়নি। Published করার জন্য ওপরে দিকে দেখুন Published Page নামে একটি অপশন আছে ওখানে ক্লিক করুন।   
এবার কিছু সময়ে মধ্যেই আপনার পেজ Published হয়ে যাবে।এখন একবার Refresh দিয়ে আপনার পেজ এর লাইক চেক করুন।   
আসা করি সফল ভাবে আপনি আপনার পেজ খুলতে পরেছেন।
যেহেতু আপনি আপনার Facebook id  page এ convert করেছেন এর জন্য আপনার পেজ এর নাম ও আপনার id নাম এর সাথে মিল রয়েছে। এবার আপনি চাইলে পেজ এর নাম পরিবর্তন করে নিতে পারবেন।

যেকোনো সম্যায় আপনি আমাকে email বা Facebook এ sms করতে পারেন।       
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, AJKAR BANGLA
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Comments

  1. সব সময় ভালো কিছু দেওয়ার জন্য অনেক ধন্যবাদ

    ReplyDelete

Post a Comment