বাংলাদেশে করোনা শনাক্তে মোবাইল অ্যাপ | Corona Tracer BD

আসসালামু আলাইকুম
আসা করি সবাই ভালো আছেন।এই মহামারির মধ্যে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়াই উচিত। কিন্তু কি করার আর কতো দিন ঘরে বসে থাকা যায়।সবাই এখন জীবিকার টানে ঘর থেকে বাইরে হচ্ছে। এখন কিছু লোক ছাড়া অধিকাংশ লোকই Smartphone ব্যবহার করে। তাই সবার কথা ভেবে ICT Division থেকে সম্প্রতি একটি App বের করেছে Corona Tracer BD. আজকের Corona Trace BD  app টি নিয়ে কিছু কথা বলবো এবং কিভাবে ব্যবহার করবেন সেটা বলবো।

Corona Tracer BD যেভাবে কাজ করেঃ

কোনো ব্যক্তি যখন করোনার নমুনা পরিক্ষা করে তখন তার কাছ থেকে তার কিছু প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়।নমুনার ব্যাক্তির NID নাম্বার আর তার মোবাইল নাম্বার। এখন এই App টি সেই সকল তথ্য ব্যবহার করে।app টিতে যখন login করবেন আপনার কাছ থেকে আপনার NiD নাম্বার ও ফোন নাম্বর নেওয়া হবে।যার ফলে তারা বুঝতে পারবে এই নাম্বারে কোনো করোনা আক্রান্ত রোগী আছে নাকি।আর app টি যতখন চালু রাখবেন ততক্ষণ আপনার ফোনের Bluetooth চালু থাকবে। যার ফলে আপনার ১০০মিনিটের ভিতিরে একই app ব্যবহার কারি যদি কোনো করোনা আক্রান্ত রোগী থাকে তাহলে আপনার ফোনে বার্তা যাবে।

 Corona Tracer BD যেভাবে ব্যবহার করবেনঃ

 প্রথমে app টি তে প্রবেশ করুন এবং আপনারা পছন্দ ভাষা সিলেকশন করুন। আমি বাংলা করছি।
এবার আপনার জাতীয় পরিচয় পত্রের  নাম্বার দিয়ে এগিয়ে যান এ ক্লিক করুন।যদি জাতীয় পরিচয়পত্র    না থাকে তাহলে এরিয়ে যান এ ক্লিক করুন।
এর পর আপনারা মোবাইল নাম্বার দিন (বাধ্যতা মূলক) এবং এগিয়ে যান এ ক্লিক করুন।
এবার ভেরিফিকেশন এর জন্য আপনার ফোনে একটি কোড যাবে কোডটি সঠিক ভাবে বসিয়ে আবার এগিয়ে যান এ ক্লিক করুন।     
আবার app টি আপনার কাছ থেকে আপনার ব্লুটুথ  এবং লোকেশন এর অনুমতি চাচ্ছে। অনুমতি না দিলে app টি সঠিক ভাবে কাজ করবে না।     
সবকিছু ঠিকঠাক দিলে নিচের ছবি মতো একটি পেজ আসবে। এখন app টি চালু করতে লাল রঙের মধ্যে লেখা Tap here to turn-on এ ক্লিক করুন।     

চালু থাকা আবস্থাতে যদি কোনো করোনা ভাইরাসের সংক্রমণ রোগী আপনার ১০০ মিটিরের মধ্যে আসে তাহলে  নিচের সবুজ আংশটি Red হয়ে যাবে। এবং আপনার ফোনে Notification দিবে।
App টি লিংকঃ Corona Tracer BD

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, AJKAR BANGLA
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Comments