অচেনা ভালোবাসা ষষ্ট পর্ব

 

লেখকঃনাহিল মাহমুদ কাব্য

পর্ব ৬



পরিঃ ওকে ঠিক ই আছে আপনাকে কিন্তু দারুণ লাগছে এতোদিন তো গল্পে ক্রাশ খেতাম এখন আপনার উপর ও ক্রাশ খেয়ে গেলাম

আমিঃ ওওহ তোমাকে ও খুব সুন্দর লাগে সারিতে

পরিঃ সত্যি বলছেন নাকি আমি বললাম সেজন্য

আমিঃ নাহ সত্যি আগে ই তো বললাম

পরিঃ আচ্ছা হয়েছে চলুন

আমি আর পরি দুজনি রিকশায় বসলাম কেউ ই কোন কথা বলছি না হঠাৎ করে ই পরি বলে উঠলো "আচ্ছা আপনি কি আমার সাথে বরিং ফিল করছেন, 

আমিঃ কি মনে হচ্ছে তোমার

পরি নাহ কোন কথা ই বলছেন না আচ্ছা আমি কি আমরা হাতটা ধরে কাধে মাথা রাখতে পারি

আমিঃ হুমম

পরিঃ সারাটা জিবন এভাবে আপনার কাধে মাথা রাখতে দিবেন

আমিঃ যদি তোমার বাবা মেনে না নেই

পরিঃ আচ্ছা সত্যি করে বলুন তো এজন্য আপনার মন তখন থেকে খারাপ

আমিঃ যদি বলি হুমম

পরিঃআপনি আমার বাবাকে চিনেন নাকি আমি আমার বাবাকে চিনি চলুন দেখে আসবেন সে কেমন 

আমিঃ নাহ থাক it's ok

পরিঃ It's not ok মন খারাপ করে কেন আসেন হাসুন একটু 

পরি আমার কাধে মাথা রেখে বকবক করে ই চলেছে আমি শুধু ওর মায়াবী মুখ দেখছি অনেক মায়াবী দেখতে 

পরিঃ এই মামা একটা চায়ের দোকানে চলো তো

আমিঃ আবার চায়ের দোকানে কেন

পরিঃ চা খাবো আমি আর আপনি এক ই কাপে চা খাবো

আমিঃ চায়ের দোকানটা কোন রেস্টুরেন্টে না ওখানে অনেক লোক থাকে সবাই হাসবে

পরিঃ হাসুন না পারবেন না আমার জন্য এটুকো করতে

কি এক মহা মুশকিলে পরা গেল এসব ভালোবাসা নাকি পাগলামি নিজেই বুঝে উঠতে পারছি না,  না বলা ও তো যাবে না

আমিঃ আচ্ছা চলো

একটা চায়ের দোকানে গিয়ে এককাপ চা নিলাম যেটা ভেবেছিলাম সেটায় হলো আবার ও সবাই তাকিয়ে রয়েছে চা ওয়ালা এককাপ চা দিয়ে গেল

পরিঃ আগে আপনি খান 

দুজন চা খাওয়া শেষ করলাম 

আমিঃ বিল আমি দিচ্ছি তোমার কাছে মে বি খুচরা নেই

তাই বলে বিল দিয়ে আবার রিকশাতে উঠলাম

পরিঃ মামা ভালো কোন একটা রেস্টুরেন্টে এ নিয়ে চলো তো যেখানে উন্নত বিরিয়ানি পাওয়া যাবে

আমিঃ আবার রেস্টুরেন্টে কেন 

পরিঃ কইটা বাজে আপনার খেয়াল আছে খেতে হবে না

রিকশাওয়ালা একটা রেস্টুরেন্টের সামনে দারালো 

পরিঃ মামা তুমি ও চলো খেয়ে নিও(রিকসাওয়ালাকে)

ঃ নাহ আপনারা যান আমি এদিক থেকে খেয়ে আসি

পরিঃ আরে নাহ চলো তোমার যা ইচ্ছা তুমি এখান থেকে অডার করে খেয়ে নাও আমরা বিল দিয়ে দিবো

মনে হচ্ছে মেয়েটার মন অনেক ভালো কিছু দিন আমার সাথে পরিচয় অথচ মনে হচ্ছে কত জনমের সম্পর্ক ওর সাথে এই কিছু দিনের মাঝে ওর থেকে যতটা ভালোবাসা পেয়েছি আমি যাকে এতোটা ভালোবাসতাম পাখি তিন বছরেও ও আমায় কখন ও এভাবে ভালোবাসে নাই ও তো আমাকে সহ্য ই করতে পারতো না অথচ পরি 😔😔

আমরা খাওয়া শেষ করে এসে দেখি রিকশাওয়ালা মামা আগে ই এসে বসে আছেপরিঃ ওকে ঠিক ই আছে আপনাকে কিন্তু দারুণ লাগছে এতোদিন তো গল্পে ক্রাশ খেতাম এখন আপনার উপর ও ক্রাশ খেয়ে গেলাময়পরিঃ মামা তুমি ঠিক মতো খেয়েছো তো

রিকশাওয়ালাঃ হুমম খেয়েছি

পরিঃআচ্ছা এবার যেখান থেকে এনেছে দ্রুতো সেখানে নিয়ে চলো

আমিঃ কি বাসায় চলে যাবা

পরিঃ না কাব্য সাহেব তোমাকে এতো তাতারি সারছি না, স্যরি তুমি করে বলে ফেললাম

আমিঃ নাহ আমি তো বললাম ই তুমি করে বলতে

পরিঃ না না আপনাকে তুমি করে কখন ও বলা যাবে না

সারাটা পথ ও আমার কাধে মাথা রেখে চুপটি করে বসে আছে আর আমি ওর দিকে তাকিয়ে আছি কিছুক্ষণ বাদে আমরা ওর গাড়ির কাছে চলে আসলাম দুজন ই নামলাম

পরিঃ মামা ১০০০ টাকা দিলে হবে

ঃ আমার কাছে তো খুচরা নেই 

পরিঃ নাহ রেখে দিন আমি আরো বেশি ভাবছিলাম রাখো ভালো থেকো

একটা মেয়ে যে এতো মৃষ্টি সভাবের হয় ওকে না দেখলে হয়তো জানতাম ই না আমরা গাড়িতে উঠে বসলাম 

আমিঃ এখন কোথায় যাবো 

পরিঃ নদীর পারে যাবো

আমিঃ কোন নদী

পরিঃ আরে আহসান মঞ্জিলে যাবো কিছু পিক তুলবো দুজন কভারে দিতে হবে না

আমিঃ বুঝলাম না

পরিঃ আপনি তো আমায় ভালোবাসো বিয়ে করবা নাকি ওই ছেলের মতো ছেরে যাবেন

আমিঃ না( আস্তে করে)

পরিঃ হুমম তাহলে আজ সুন্দর কিছু পিক তুলবো আর একটা পিক সিলেক্ট করে দুজনের কভারে দিবো আর কাপশন হবে আপনি দিবেন MY future Wife and আমি দিবো MY husband আর রিলেশনসিপ ইস্টাস দিবো মারিড লাভ তো বাচ্চারা দায় ( হাসতে হাসতে)

আমিঃ এতে তোমার কোন সমস্যা হবে না??

পরিঃ নাহ আপনার কোন সমস্যা?

আমিঃ নাহ কোন সমস্যা নেই

পরিঃ ওকে ডন 

আমিঃ একটা কথা বলি

পরিঃ জ্বি বলুন পরি শুনছে

আমিঃ তুমি এই মাএ কয় দিনে কিভাবে ভালোবসতে পারো  এগুলো সব  তোমার পাগলামি 

গাড়ী থেমে গেল


চলবে.......

Comments