অচেনা ভালোবাসা চতুর্থ পর্ব

 

লেখকঃনাহিল মাহমুদ কাব্য

পর্ব ৪



পরিঃ নাহ আপনি তুমি করে বলবেন আপনি তো আমার থেকে বড় 

আমিঃ ওওহ আচ্ছা আমি তাহলে আজ যায়

পরিঃ যাবেন কি চলেন সবার সাথে পরিচিত হবেন 

আমিঃ আজ না পরে কোন দিন

পরিঃ না না আপনাকে ছারছি না আজ আপনার যদি তেমন কোন জরুরি না থাকে আজকের দিনটা কি আমাকে দিতে পারবে

আমিঃ নাহ তেমন কোন কাজ নেই কি করবেন

পরিঃ আপনার সাথে ঘুরতে বেরুবো 

আমিঃ ওওহ আচ্ছা তবে একটু আমার ম্যাসে যেতে হবে

পরিঃ এই কেন মতলব কি আপনার হুমম?(ভুরু কুঁচকে) 

আমিঃ আরে নাহ মতলব না কোন আমি তো আসার সময় টাকা আনি নাই তেমন(লজ্জাস্ত হয়ে) 

পরিঃ আরে আজব মানুষ তো আপনি চলুন 

রুম থেকে বেড় হলাম ওর বাসার সবার সাথে পরিচয় করিয়ে দিলো যত ও সবার সাথে একটু একটু কথা বলছিলাম কিন্তু আমার মন শুধু পরির দিকে ওর রুপের জলকে আমি পুরে যাচ্ছি আমার মনে হচ্ছে হয়তো ওর পরি নামটা এজন্য রাখা হয়েছে মাশাআল্লাহ মনে হচ্ছে আসমান থেকে পরি নেমে আমার সামনে আসছে  

পরিঃ আচ্ছা সবাই থাকো আমি ওনাকে এগিয়ে দিয়ে আছি

পরির মামাঃ হুমম মা যা আজ ও না থাকলে হয়তো আমাদের খুব বিপদ হতো

আমিঃ নাহ আঙ্কেল এভাবে বলে আমাকে ছোট করবেন না

পরির মামাঃ বাবা তুমি কিন্তু একদিন সময় করে আমাদের বাসায় আসবে

আমিঃ নিশ্চয় যাবো,আজ তো রাফি(পরির মামাতো ভাই, যাকে রক্ত দিলাম, ছোট বয়স ৬/৭ হবে) অসুস্থ আল্লাহর রহমতে সুস্থ হলে ওর সাথে গিয়ে খেলবো | 

পরির মামাঃ হুমম বাবা তোমার যখন মনে চাই তুমি আসবে,বাসা চিনো তো আমাদের 

পারিঃ মামা আমি নিয়ে যাবো তুমি টেনশন করেন না ওনার নাকি টিউশনি আছে আজ ওনাকে বিদায় দাও

পরির মামাঃ হুমম মা তুই এগিয়ে দিয়ে আবার আসিছ

পরিঃ না মামা আমার আর আসা হবে না কলেজ যাবো একটু 

পরির মামাঃ এভাবে সারি পড়ে যাবি

পরিঃ হুমম আজ একটা অনুষ্ঠান আছে , রাফির ঙ্গান ফিরলে আমাকে ফোন দিও আর সপ্তাহ খানেক বাদে আমি আর কব্য দুজন ই তোমাদের বাসায় যাবো

আমার হাত ধরে পরি টেনে নিয়ে তাতারি চল তো, কিছুদূরে গিয়ে 

পরিঃস্যরি তুই করে বলার জন্য একচ্যুলি সবায় যানে আপনি আমার কাল্স মেট আপনি বললে কেমন দেখায় সেজন্য তুই বলছি sorry 

আমিঃ it's ok but আপনি মিথ্যা বললেন কেন

পরিঃ কোন মিথ্যা

আমিঃ আমার টিউশনি আছে 

পরিঃ না বললে ওনারা ছাড়তো না আর আজ  আপনার সাথে একটু ঘুরবো এজন্য বলেছি ভুল হলে মাফ করবেন

আমিঃ ওওহ আচ্ছা কোথায় যাবেন 

পরিঃ আপনি না তুমি করে বলতে হবে না হলে যাবো না

আমিঃ আচ্ছা কোথায় যাবা

পরিঃ আপনি শুধু আমার সাথে থাকবেন পারবেন না??

আমিঃ কিন্তু কোথায় যাবো জানতে পারলে ভালো লাগতো 

পারিঃ অনেক যায়গায় 

ক্লিনিক থেকে বের হয়ে একটা সুন্দর প্রায়ভেট কারের সামনে গিয়ে দারালো

পরিঃ ডাইভ করতে পারেন

আমিঃকি কার??

পরিঃ হুমম

আমিঃ না পরি না 

পরিঃ আচ্ছা তাহলে এপাশে উঠুন আমি ডাইভ করি

আমি দাঁড়িয়ে আছি পরি ওই পাশে গিয়ে গাড়িতে বসলো

পরিঃ কি হলো আসুন

আমিঃ এটা কি আপনাদের প্রয়ভেট কার

পরিঃ হ্যা আমাদের উঠুন

আমি ভিতরে বসার পর "আপনারা অনেক ধনী "

পরিঃ ধনী কিনা জানিনা আমার বাবাকে হয়তো চিনবেন শিল্পপতি সৈয়দ মনোয়ার জামান

আমার সমস্ত শরীর যেন হঠাৎ করে ঠমকে গেল শিল্পপতি মনোয়ার জামান ঢাকার সনামধন্য একজন বিজনেস ম্যান পরি তার মেয়ে আগে জানলে কখন ও কথা ও বলতাম না  আমি মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে বাবা ছোট একটা ব্যবসা করে সংসার চালায় আর আমি টিউশনি করে আমার পড়া লেখা চালায় এর সঙ্গে আমার সম্পর্ক কখন ও সম্ভব না

পরিঃ anything rong, আপনি ঠিক আছেন 

আমিঃ হ্যা কোথায় যাবেন চলেন 

পরিঃ আমরা  এখন একটু দূরে গিয়ে একটা রিকশায় উঠবো

আমিঃ আবার রিকশায় কেন 

পরিঃ আজ তো সমস্ত দিনটা ই আমাকে দেওয়ার কথা আপনি শুধু আমার সাথে চলবেন

কিছুদূর যাবার পর গাড়ি রাস্তার পাশে পারকিং করে দুজন ই নিচে নেমে দাড়ালাম 

আমিঃ পরি তোমাকে একটা কথা বলি?

পরিঃ জ্বি বলুন পরি শুনছে

আমিঃ দেখ তোমরা অনেক বড়লোক আমাদের সাথে তোমার যায় না আমি চলে যায়

পারিঃ মানে কি যা তা বলছেন আপনি আমি সত্যি আপনাকে ভালোবেসে ফেলছি এসব বলে আমার ভালোবাসাকে দুরে সরিয়ে দিবেন না প্লিজ আর আমি বাবার এক মাএ মেয়ে আমি বললে বাবা ঠিক রাজি হবে


চলবে......

Comments