লেখকঃ নাহিল মাহমুদ কাব্য
শেষ পর্ব
পরের দিন ই রিয়া রাফির ম্যাচের এসে হাজির ভিতরে ঢুকতে ই রাতুলের সাথে দেখা
রাতুলঃ ওরে রিয়া তুমি
রিয়াঃ জি ভাইয়া রাফি কোথায়
রাতুলঃ ও তো বাড়ি চলে গেছে
রিয়াঃ নাহ আমি শুনেছি ও কাল আসছে
রাতুলঃ আসলে ও তো রুমে পরতেছে আর তুমি ছেলেদের ম্যাচে কেন একটা সমস্যা তৈরী হতে পারে কিন্তু
রিয়াঃ সমস্যা নেই ওর রুম কোনটা
রাতুল রাফির রুম দেখিয়ে দিলো আর ওর সাথে যাচ্ছি হঠাৎ
রিয়াঃভাইয়া ওর সাথে আমার একটু পারসোনাল কথা আছে ওর রুমে কি আর কেউ আছে
রাতুলঃ মনে হয় না শরিফ তো বাইরে গেছে আমি ও তো এখানে তাহলে একায় আছে
রিয়াঃ তাহলে ভাইয়া আপনি ও এখানে দারান আমি বেচি সময় নিবো না ৫ মিনিট
রিয়া রুমে ঢুকলো রাফি টেবিলে বশে পড়তেছে রিয়া যে ওর রুমে ঢুকেছে সেটা এখন ও খেয়াল করে নাই আস্তে করে রিয়া দরজাটা লক করে দিয়ে দৌড়ে গিয়ে রাফির পা জরিয়ে ধরে
রিয়াঃ পিলিজ আমাকে ক্ষমা করে দাও
রাফিঃ পা ছাড়ো তুমি এখানে কেন
রিয়াঃ তুমি মাফ না করা পর্যন্ত পা ছারবো না
রাফিঃ কিসের ক্ষমা
রিয়াঃ এই দিনের
রাফিঃ কোন দিনের
রিয়াঃ সত্যি আমি লজ্জিত
রাফিঃ কে তুমি কেন লজ্জিত
রিয়াঃ আমি সব আবেগের বসে করেছি ক্ষমা করো পিলিজ
রাফিঃ আমি ও তোমার সাথে প্রেম আবেগের বসে করছিলাম এখন আমার বিবেক বাধা দায়
রিয়াঃ রাফি আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি
রাফিঃ এটা ও ভালোবাসা না এটা ও শরীরের নেশা যেটা নাইমের সাথে করছো
রিয়াঃবিশ্বাস করো আমি তোমাকে আমার থেকে ও বেশি ভালোবাসি
রাফিঃ ভালো যদি বাসতে পারতে না অন্যের খাটে শুয়ে থাকতে না
রিয়াঃ I am sorry আমি তোমার সব কথা শুনবো
রাফিঃ কি শুনবা
রিয়াঃ যা যা বলবে সব করতে রাজি আছি
রাফিঃ তুই কি ভাবিস ও বলবো এই এখানে শুয়ে পর আর সেটা করবি তাহলে ভুল
রিয়াঃ দেখ তুমি যতটা খারাপ ভাবছো আমি ততটা খারাপ ও না
রাফিঃ ওওওহ ওহহ আচ্ছা যা করছিলে ওটা তো একটা ভালো কাজ তাই না, যাও পা ছাড়ো আর রুম থেকে বের হও
রিয়াঃ দেখ কেউ যদি ভুল করে সেটা শিকার না করে তাহলে দোষী কিন্তু কেউ যদি তার ভুল বুঝে ক্ষমা চাই আর ভালো হতে চাই তাকে সুযোগ দেওয়া উচিৎ
রাফিঃ একটা কথা আছে মানুষের স্বভাব যা তাই থাকে কখন ও পাল্টায় না
রিয়াঃ আমি বলছি তো পাল্টাবে
রাফিঃ আমাকে দেওয়ার মতো কিছু আছে তোমার কাছ?? কিছু দিতে পারবা আমাকে?? কিছু নেই তোমার সব কুকুরে ছিরে খেয়েছে, আমি তো এক জনের কথা জানি আর কতো জনের সাথে কত কি হয়ছে তা তো আর জানিনা
রিয়াঃ আমি সত্যি কারো সাথে কিছু করি নাই শুধু ওর সাথে ই আবেগের বসে আর আমি তো আমার ভুল বুঝতে পারছি এমন আর হবে না কথা দিচ্ছি
রাফিঃ হবে আবার ও হবে আর হাজার বার হবে, আর বলছো না ভুল বুঝেছ বাকিদের কথা বাদ দিলাম ওর সাথে আগে ও সব করছো ভুল বোঝার হলে তখন ই বুঝতে
রিয়াঃ বুঝেছিলাম এবার আমি যেতে চাই নাই নাইম নানা কিছু বলে ডেকেছিলো
রাফিঃ আচ্ছা এখন তুমি এখানে কেন আসছো
রিয়াঃ আমার ভালোবাসা ফিরিয়ে নিতে
রাফিঃ না এখন তোমার মূখ এক্সিডেন্টে এ নষ্ট হয়ে গেছে তাই তোমাকে কেউ পাত্তা দিচ্ছে না সে জন্য তুমি আমার কাছে আসছো
রিয়াঃ মানে
রাফিঃ যদি ভালো ই বাসতে তাহলে একবার হলে ও এই মাসে আমার খোজ নিতে নিয়েছো?? নাও নাই আমি রাতারাতি উধাও হয়ে গেলাম একবার কল ও দাও নাই
রিয়াঃ বাহ ভালো লাগলো শুনে আমি তুমি হয়তো জানো না আমি ওর বাসা থেকে বের হয়ে ই তোমার দিকে তাকিয়ে থাকতে থাকতে এক্সেডিন্ট করছিলাম আর আমার জ্ঞান ফিরেছিলো পরের দিন আর তুমি বলছো খোজ নে নাই, জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে তোমাকে কল করছি ফোন অফ কতটা চিন্তায় ছিলাম সেটা আমি জানি তুমি না, সাফিয়ার দিয়ে খোজ নিয়ে জানতে পারি তুমি বাড়িতে চলে গেছো আর ফোন ফেসবুক সব বন্ধ দেখে নিও কত হাজার ম্যাসেজ দিয়েছি, তুমি আসেছো শুনে ই ছুটে এসেছি আর তুমি এইগুলো বললে আমার মুখের জন্য আমি আসেছি
রাফিঃ হ্যা পা ছাড়ো আর যাও এখান থেকে
রিয়াঃ তুমি কি আমাকে আগের মতো ভালো বাসবা কি না
রাফিঃ আমি কোন দূরচরিএা মেয়ের সাথে কোন সম্পর্ক রাখবো না
রিয়াঃ আমার কিছু করার নেই রাফি আমি তোমাকে ছাড়া বাচবো না হ্যা আমি খারাপ কাজ করেছি মরার আগে সত্যিটা বলি
রাফিঃ মানে
রিয়াঃ ৭ জনের সাথে আমার sexual relation হয়েছে কিন্তু কাওকে আমি ভালোবাসি নাই, আমি ভালোবাসছি শুধু তোমাকে তাই আমাকে এই কাজ করতে ই হলো ক্ষমা করো
রিয়া ওরনার নিচে থেকে একটা ছুরি বের করে রাফির গলায় মারলো সাথে সাথে রাফি চিৎকার দিয়ে উঠলো আর দেহ মাটিতে লুটিয়ে পরলো রাফির চিৎকার শুনে বাইরে সবাই ছুটে আসতে শুরু করলো আর রিয়া লুটিয়ে পরা দেহে আরো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করলো আর ওর নিজের পেটে ও ছুরি ডুকিয়ে নিজে আত্মহত্যা করলো সবায় দরজা দেওয়া থাকার কারনে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকলো আর পরে থাকতে দেখলো প্রণহীন দুইটা দেহ।
সমাপ্ত
সিজন ১এবং২ সম্পূর্ণ যারা পরেছেন সবার কাছে এই গল্পের উপর নিজেদের মন্তব্য জানতে চাই Plasse সবাই কমেন্টে নিজেদের মন্তব্য জানান।
Comments
Post a Comment