ফেসবুকের ভাইরাল ছবিটি এখন আপনিও বানাতে পারবেন খুব সহজে

কেমন আছেন সবাই। আসা করি ভালোই আছেন। অনেক দিন পর আবারও নতুন একটি টিমস নিয়ে আমি হাজরি।কিছু দিন যাবত ফেসবুকে কিছু টেন্ড এসে ছবি edit করে আপলোড দেওয়া।আপনি কোনো ঝামেলা ছাড়া ছবি কেমনে edit করবেন সেটা বলবো।

আপনার ছবিকে আরো সুন্দর করতে সাধারণত আপনি অনেক কষ্ট করে edit  করেন।আজকে আপনাদের কে একটি এপস এর কথা বলবো।app টি দিয়ে Trending এ থাকা সকল ধরণের ছবি edit করতে পারবেন।
Apps টি হচ্ছে PhotoLab।Apps টি Download লিংক পোস্ট এর শেষে দেওয়া হয়েছে।
ডাউনলোড লিংক থেকে এপসটি ডাউনলোড করে আপনার ফোনে ইনস্টল করুন।
 App টি ব্যবহার করতে হলে অবশ্যই ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে।Internet কানেকশন on না থাকলে এপস ব্যবহার করতে পারবেন না।
 App টিতে প্রবেশ করলে নিচের ছবির মতো home page আসবে। 
 এখন trending থাকা edit করা ছবি পতে TRENDING এ ক্লিক করুন।
 এবার আপনার পছন্দ মতো যেকোনো একটি   ছবিতে ক্লিক করুন। এবং আপনার যে ছবিটি edit করতে চান সেই ছবি নিচে থেকে select করুন।
 এবার ছবির সাইজ টিকঠাক করে এরো বাটনে ক্লিক করুন।   
 এখন কিছু সময় অপেক্ষা করুন।
আপনার ছবিটি edit করা হয়ে গিয়েছে। এবার ওপরের 3 ডট  এ ক্লিক করে Save to device এ ক্লিক করুন।   
 এবার Download এ ক্লিক করুন।
 আপনার ছবিটি আপনার ফোনে সেভ হয়ে গিয়েছে। এখন আপনি আপমার বন্ধুদের সাথে শেয়ারে করেতে পারবেন।
Download Link :Photo Lab Picture Editor: face effects, art frames
কোথাও ভুল ত্রুটির হলে ক্ষমার চোখে দেখবেন।        
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, AJKAR BANGLA
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Comments