প্রতিতার উপদেশ পর্ব ৩


 

লেখকঃ নাহিল মাহমুদ কাব্য


ঃআমি জানি আপনি ই ভাঙ্গছেন

:ভাঙ্গছি তাই দূঃখ হচ্ছে বুঝি আমাকে আর দেখতে পাও না

ঃআর এ না আর ভেঙ্গে ভালো ই করছেন এখন আমি বাইরের সব দেখতে পারি

:মানে টা কি তুমি বাইরের ছেলেদের দেখবে আমি এখন ই আবার কাচ লাগাই দিব

(যেতে যেতে আবার ফিরে আসি)

:ওহহহ নো একটা কথা তো মনে ই নেই এই নাও

ঃকি এটা

:আমার ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম

ঃওহহহ তার মানে লাভ লেটার

:হুমমম

ঃযাক এতোক্ষন কোন প্রমাণ ছিল না এখন প্রমান পেলাম এটা আমি প্রিনশিপাল কে দিব

:ওহহহ তোমার প্রমান চাই আগে বলবা তো

আমি চলে যায় পিছন থেকে মিমি ডাকতে থাকে এই এই আমি আর পিছে না তাকাই  সোজা বাড়ি

বাড়ি গিয়ে ই কাজ শুরু করে দিয়েছি হিহি

কাজটা আপনারা ও বুঝতে পারছেন


পরের দিন

:এই যে ধোরো 

ঃকি এগুলো

:প্রমাণ

ঃমানে

:তুমি না বললে তোমার এমন প্রমাণ দরকার তাই ছাড়া রাত জেগে লেখলাম একটু

ঃবুঝলাম না

:আমি যে তোমাই দেখি কেন আর কবে থেকে দেখি সব এগুলো তে আছে এগুলো তুমি যাকে ইচ্ছা দেখাতে পারো

ঃআমি যদি পুলিশকে দেখায়

: দাখাও না চলো আমি থানা অবধি পৌছে দিয়ে আছি

ঃনা না থাক আমি নিজে ই চিনি

: অনেক দামি প্রমাণ এগুলো কোন ডাকাতে ধরতে পারে কিন্তু

ঃআজব মানুষ আপনি

আচ্ছা এতো ডাইরি আর এতো গুলো পেজ কোথায় থেকে পড়া শুরু করবো

:ডাইরির উপর ই ১„২„৩ এভাবে ১২ টা ডাইরিতে ১২ অব্দি লেখা আছে আমার সোনার সুবিধার জন্য

ঃমানে এ ডাইরি গুলো কার???

:আমি নিজে লেখছি কার মানে

ঃতো বললেন আপনার সোনার জন্য

: আমার সোনা তো তুমি লোক্ষিটি আর এই কাগজ গুলো সব শেষে পড় যেটা থেকে ইচ্ছা

ঃ সরেন তো খালি বাজে কথা আমি বাসায় যাবো

:যাও না আমি কি জোরায় ধরে রাখছি নাকি

:ধূর


সোনা তুমি ও যে আমাকে ভালোবাসো তা বুঝতে আর বাকি নেই 

তোমার এই মুচকি হাসি ই তা বলে দায় তুমি কি ভাবো আমি সেই হাসিটা দেখতে পাইনা(মনে মনে)


আচ্ছা ডাইরি গুলো তো নিয়ে গেল পরার জানিনা আমার চাওয়া দিবে কিনা??


রাত্তে হঠাৎ করে ই কল আছে

ঃহালু

: মানে কে

ঃমুই কি একডু কাব্যরে পেতে পারি

:ও তো বাসায় নেই কে আপনি

ঃআমি মিমি

:ওহহহ তা এভাবে কথা বলছো কেন

ঃনাহ ভাবলাম যদি বাসার কেউ ধরে তাই আর কি

:তার পর এতো তাতারি সব পড়া শেষ

ঃমানে 

:ডাইরি গুলো

ঃকেমনে বুঝলেন

:বাহরে নাম্বারটা তো দেওয়া ১২ নাম্বার ডাইরি শেষের দুই প্রেজ আগে

ঃআমি যদি আগের গুলো সব নাই পরি তো 

: এ যে মেডাম আপনি আগের গুলো যদি না পরে শুধু এটা পরে থাকেন তো আপনি কিছু ই বুঝতেন না আর আপনার মনে এতো মায়া দয়া জাগতো না যে আপনি আমাকে কল দিতেন

ঃওওও মাথায় অনেক বুদ্ধি তো আপনার

:এই যে খুকি এখন যে আপনি আপনিটা বাদ দিতে হবে

ঃমানে 

: মানে simple তুমি করে বলতে হবে

ঃনা পারবো না আপনি আমার বড়

:আহারে বড়কে বুঝি আপনি বলতে হয়??

ঃধূততত

:তা আমার উওর টা দাও

ঃকিসের উওর?

:বাহরে এতো কষ্ট করে এতো গুলো লেটার লিখলাম তার উওর পাবো না বুঝি?


চলবে..........


বিঃদ্রঃভূল ক্রটির জন্য ক্ষমা করবেন

Keywords:


ভালোবাসার গল্প কষ্টের, ভালোবাসার গল্প কবিতা, ভালোবাসার গল্প কথা, ভালোবাসার গল্প page, ভালোবাসার গল্প 2020, নতুন ভালোবাসার গল্প, বাংলা ভালোবাসার গল্প, সেরা ভালোবাসার গল্প, রোমান্টিক ভালোবাসার গল্প কাহিনী, ভালোবাসার গল্প পড়তে চাই, ভালোবাসার গল্প ছবি, রোমান্টিক গল্পের লিংক, রোমান্টিক গল্প বিয়ে, রোমান্টিক লাভ স্টোরি গল্প, হঠাৎ বিয়ের রোমান্টিক গল্প, বিয়ের পর ভালোবাসার গল্প, রোমান্টিক প্রেমের গল্প ১৮+, খুনসুটি ভালবাসার গল্প, কাজিনের সাথে প্রেমের গল্প, বাসর রাতের রোমান্টিক গল্প

Comments