লেখকঃ নাহিল_মাহমুদ_কাব্য
শেষ পর্ব
সম্পূর্ণ পড়ার অনুরোধ রইলো
রাফি রিয়া দুজন ই চুপ করে বসে আসে দুজনের চোখ দিয়ে অজস্র পানি পরছে
রাফিঃ রিয়া(কান্না কান্না স্বরে)
রাফিঃ কি কান্না করছো যে এ কান্না করার মানে কি জানো?? আজ যদি তোমাকে কেউ ধর্ষণ ও করতো তাহলে ও তোমাকে আমি কিছু বলতাম না কারণ ধর্ষিতা মেয়েকে সমাজ খারাপ চোখে দেখলে ও তার তো কোন দোষ নেই অথচ দেখ তোমাদের মত কিছু মেয়েরা যারা গোপনে এভাবে আজ এর বাসায় কাল ওর বাসায় যায় তাদের স্থানটা কথায় একবার ভাবো তো??
রিয়ার কোন কথা নেই শুধু চোখ দিয়ে পানি ঝরে পড়ছে
রাফিঃ কি এই নেকা কান্নার কোন মুল্য ই আমি দিব না তুমি যদি ভেবে থাকো যে তুমি কান্না করলে আমি মাফ করে দিবো তাহলে সেটা ভুল আচ্ছা আজ এই কান্না করছোটা কেন?? ধরা খেয়েছো এজন্য?? নাকি আমি তোমাকে এই অবস্থায় দেখে নিছি এজন্য? আচ্ছা এগুলো তুমি কতো জনের সাথে আর কত বার করছো
রিয়াঃ একবার ও না
রাফিঃ জানি স্বীকার করবা না...... এই নাইম
নাইমঃ কি ভাইয়া
রাফিঃ এর আগে যে বার তোমার বাসায় ও আচ্ছিলো কয় তারিখ ছিলো সেদিন?
নাইমঃ তারিখ তো মনে নেই ২ মাস আগে আচ্ছিলো
রাফিঃ Thanks You so much ভাইয়া যাও বাইরে যাও
নাইম বাইরে গেল রিয়া মাথা নিচু করে বসে আছে নাইম রিয়ার দিকে তাকিয়ে দু চোখের মানি ফেলছে
রাফিঃ আচ্ছা রিয়া কিছু ই জ্বিগাবো না তোমাকে শুধু জানতে চায় আমি কি তোমাকে কম ভালোবাসতাম
রিয়ার মুখে কোন কথা নেই
রাফিঃ এই এই তোর মুখের কথা বন্ধ হয়ে গেছে কেন ভুল হয়ে গেল না রিয়া হয়তো এটাই ঠিক হতো যদি না আজ আসে তোমার ওড়না পরে থাকতে দেখতাম
কখন ও তো তোমায় সন্দেহ করি নায় কখন ও তো তোমাকে কষ্ট দিয়ে কথা বলি নাই কেন আমার সাথে এমন প্রতারণা করলে কেন বলো??
যায় হোক তুমি থাকো আমি ও আমার ভবিষ্যৎ গড়ে তুলি
চোখের নোনা জল মুছতে মুছতে রাফি ঘর থেকে বের হয়ে আসলো
সমাপ্তি.......
আমার এই গল্পটা লেখার মূল উদ্দেশ্য আজ আমাদের সমাজে অনেকে আছে যারা বিশ্বাস নিয়ে খেলা করে সবার কাছে অনুরোধ আপনাকে যে আপনাকে অন্ধদের মতো বিশ্বাস করে তার বিশ্বাস হারাবেন না ভালোবাসা একজনের মনে অনেকটা জায়গা দখল করে থাকে কিন্তু সেই ভালোবাসা যদি মিথ্যা প্রমাণিত হয় সেটা কতটা কষ্টকর হতে পারে যে হারিয়েছে সেই জানে
কারো ভালোবাসার সাথে প্রতারণা করবেন না কেউ
গল্পটা ভালো লাগলে কমেন্ট করুন
#প্রতারণা সিজন২ Coming soon
Keywords:
ভালোবাসার গল্প কষ্টের, ভালোবাসার গল্প কবিতা, ভালোবাসার গল্প কথা, ভালোবাসার গল্প page, ভালোবাসার গল্প 2020, নতুন ভালোবাসার গল্প, বাংলা ভালোবাসার গল্প, সেরা ভালোবাসার গল্প, রোমান্টিক ভালোবাসার গল্প কাহিনী, ভালোবাসার গল্প পড়তে চাই, ভালোবাসার গল্প ছবি, রোমান্টিক গল্পের লিংক, রোমান্টিক গল্প বিয়ে, রোমান্টিক লাভ স্টোরি গল্প, হঠাৎ বিয়ের রোমান্টিক গল্প, বিয়ের পর ভালোবাসার গল্প, রোমান্টিক প্রেমের গল্প ১৮+, খুনসুটি ভালবাসার গল্প, কাজিনের সাথে প্রেমের গল্প, বাসর রাতের রোমান্টিক গল্প
Comments
Post a Comment