লেখকঃ নাহিল মাহমুদ কাব্য
:আহারে বড়কে বুঝি আপনি বলতে হয়??
ঃধূততত
:তা আমার উওর টা দাও
ঃকিসের উওর?
:বাহরে এতো কষ্ট করে এতো গুলো লেটার লিখলাম তার উওর পাবো না বুঝি?
ঃ ওওহ উওর যদি রং হয় তখন??
:হলে আর কি
ঃ তাইলে তো আপনি আমাকে ভালোই বাসেন না
:ওওওহ তাই তো ভালোবাসবো কেন??
তোমার পিছু পিছু আজ দের বছর যায় তোমার কাছে যদি এইটা ভালোবাসা না হয় তো বাসি না ভালো তোমাকে রোজ একবার দেখার জন্য তোমার বাড়ির সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি সেটা যদি তোমার কাছে ভালোবাসা মনে না হয় তাহলে বাসি না ভালো
তোমার সামনে যেতে ও ভয় পায় যদি তুমি কখন ও বলো আমি কি চাই আর জানার পর যদি রাগ করো তাই তোমার সামনে ও গিয়ে সাহস পেতাম না এটা যদি ভালোবাসা না হয় তো বাসি না ভালো
তোমার একটা ছবি আছে আমার কাছে সেটা রোজ ৪-৬ ঘন্টা দেখি সেটা যদি ভালোবাসা না হয় বাসি না ভালো (হাঁপিয়ে গেছি)
:আপনি তো রীতিমত হাঁপিয়ে গেছেন বলতে বলতে(হাসতে হাসতে)
ঃ হুমম একটু অপেক্ষা করো পানি খেয়ে বলতেছি
:আচ্ছা আচ্ছা হয়েছে
ঃকিহ
:আমি রাজি
ঃমানে
:আজব আমি রাজি
ঃসত্যি
:না গাঁধা
ঃ Love You
:love you tooo
কি মনে হচ্ছে আপনাদের কত সুন্দর একটা ভালোবাসার গল্প?? কিন্তু আজ কেন এই অবস্থা আমি কেন আজ পতিতালয়ে এসেছি আর মিমি ই বা কেন বোউ সেজে অন্যের অপেক্ষায় বসে আছে
সকালে খাওয়া শেষে তাতারি করে কলেজে গেলাম যাবার সময় দুইটা গোলাম ফুল নিয়ে গেলাম কলেজে সবার সামনে মিমিকে প্রপস করলাম
মিমিঃ এসব কি
আমিঃ লাভ য়উ
মিমিঃ আজব এতো মানুষের সামনে এসব কি হচ্ছে এখন থেকে এখন ই যান না হলে কিন্তু আমি চাটি মারতে বাদ্ধ হবো
মিমির এমন আচরণ দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম রাতে ই তো বললো ও আমাকে ভালোবাসে আর এখন আমার হাত থেকে ফুলটা পরে গেল আমি বাসায় চলে গেলাম
তখন মধ্য হয়ে এসেছি
হঠাৎ মিমির কল আসলো
আমি কল কেটে দিলাম
মেসেজ আসলো
: কি রাগ করছো
কোন রিপলে ই দিলাম না
আবার ও কল দিলো ধরলাম
আমিঃ কি আর কিভাবে অপমান করতে চাও
মিমিঃ আরে অপমান করবো কেন তুমি জানো ওখানে আমার এক ভাইয়া ছিলো আর তুমি আমার সাথে কলেজে কোন কথা বলবা না
আমিঃ মানে
মিমিঃ হ্যা তোমার আমার রিলেশন শুধু ই আমাদের মাঝে ই থাকবে প্রকাশ করবে না যদি পারো তাহলে ভালোবেসো না হলে বাসা লাগবে না
আমিঃ ওওও
মিমিঃ আচ্ছা তুমি এখন আমার সাথে দেখা করতে পারবে??
আমিঃ এতো রাতে?
মিমিঃ হুমমম
আমিঃ এতো রাতে কিভাবে কোথায়
মিমিঃ তুমি আমার বাসার নিচে আছো
আমিঃ এতো রাতে কেউ যদি দেখে ফেলে
মিমিঃ তুমি আসবে কি না
আমিঃ না এতো রাতে পারবো না কাল সকালে দেখা করবো
মিমিঃ এখন মানে এখন
আমিঃ নাহ সকাল ৭ টায় ফোন কেটে দিলো
এখন রাত ১২ঃ৩৪ বাঝে এতো রাতে কিভাবে যাওয়া সম্ভব না গেলে ও তো বলবে আমি ওকে ভালোবাসি কিছু না ভেবে রওনা দিলাম ওর বাসার দিকে
বাসার নিচে গিয়ে কল দিলাম ওকে
চলবে.......
Keywords:
ভালোবাসার গল্প কষ্টের, ভালোবাসার গল্প কবিতা, ভালোবাসার গল্প কথা, ভালোবাসার গল্প page, ভালোবাসার গল্প 2020, নতুন ভালোবাসার গল্প, বাংলা ভালোবাসার গল্প, সেরা ভালোবাসার গল্প, রোমান্টিক ভালোবাসার গল্প কাহিনী, ভালোবাসার গল্প পড়তে চাই, ভালোবাসার গল্প ছবি, রোমান্টিক গল্পের লিংক, রোমান্টিক গল্প বিয়ে, রোমান্টিক লাভ স্টোরি গল্প, হঠাৎ বিয়ের রোমান্টিক গল্প, বিয়ের পর ভালোবাসার গল্প, রোমান্টিক প্রেমের গল্প ১৮+, খুনসুটি ভালবাসার গল্প, কাজিনের সাথে প্রেমের গল্প, বাসর রাতের রোমান্টিক গল্প
Comments
Post a Comment