Horror love Story part 3


লেখকঃ নাহিল মাহমুদ কাব্য


পর্ব ৩



পরের দিন রীতিমতো খুব ভোরে ই নাহিলের ঘুম ভাঙ্গলো ফ্রেস হয়ে বেলকুনিতে গেল আর যা দেখতে পেল তাহমিনা ইয়োগা করছে চোখ বন্ধ করে আসে সেই সুবাধে নাহিল ও হা করে তাকিয়ে আসে আর ভাবছে এতো সুন্দর কিভাবে সম্ভব কিছুক্ষণ পর

নাহিলঃ এই যে রাস্কেল 

তাহমিনা- what

নাহিলঃ স্যরি তাহমিনা, আর কত ঘরে বসে থাকবেন চলেন না বাইরে কোথায় যায়

তাহমিনা- নিশ্চুপ.... 

নাহিলঃ দেখে তো মনে হচ্ছে এই এলাকার না ঘুরতে ই আসছেন তাহলে ঘুরবেন না??

তাহমিনাঃ নিশ্চুপ........

নাহিলঃ কি সুন্দর একটা পাহাড়ি এলাকা একা যেতে ভালো লাগছে না তাই আপনাকে বললাম দেখলাম মনে হচ্ছে আপনি ও একা

তাহমিনাঃ তো কি হয়েছে আপনার সাথে যেতে হবে?? আমি এখানে ঘুমাতে এসেছি ঘুরতে না

নাহিলঃতো যান ঘুমান এখানে এসব কি করছেন আর সব সময় বেলকনিতে কি??  সুন্দর করে ডাকলাম আর ভাব বেরে গেল (ভিতরে চলে যেতে লাগলো)

তাহমিনাঃ আচ্ছা চলেন তাহলে শুধু আশপাশের ঘুরবো

নাহিলের মনে যেন লাড্ডু ফাটলো ঘুরে দাড়ালো 

নাহিলঃ really যাবেন

তাহমিনাঃ বললাম তো যাবো যাবার ইচ্ছা থাকলে বাইরে আসেন আমি ও রেডি হয়ে বাইরে আসছি

নাহিল রেডি হয়ে বাইরে গিয়ে দেখলো তাহমিনা দাড়িয়ে আসে

তাহমিনাঃ কি মহিলা নাকি আপনি

নাহিলঃ what

তাহমিনাঃ রেডি হতে এতো দেরি লাগে একটা মহিলা ও এতো সময় নেই না

 নাহিলঃ অপমান করলেন

তাহমিনাঃ নাহ সম্মান করলাম মেয়েদের সম্মান দিয়ে কথা বলতে হয় জানেন না??  আপনি ও তো হাফ লেডি সো সম্মান দিলাম, এখন বলেন কোথায় যাবেন

নাহিলঃ বাহ কাটা ঘায়ে আবার নুনের ছিটা ও দেওয়া হচ্ছে দেখি মজা দেখাবো চলো বেড়াতে চলো চা বাগানে মাঝে ফেলে চলে আসবো(মনে মনে)

তাহমিনাঃ আরে কি বলেন বির বির করে সব ই তো দেখি মেয়েদের স্বভাব, আপনি ছেলে মানুষ ই তো নাকি......... নেই

নাহিলঃ এই এই নেই মানে কি দেখবেন দেখাবো

তাহমিনাঃ ইইই ধূর কি অসভ্য আমি যাবো না

নাহিলঃ না গেলে নাই মনে হচ্ছে কি এমন রুপোবতী যে ওনাকে নিয়ে যেতে হবে একা আছি দেখলাম আপনি ও একা তাই Invited করলাম আর তেল বেরে গেল?? এর জন্য ই বলে মেয়ে মানুষ,কথায় আছে না কুকুরের পেটে ঘী সহ্য হয় না

তাহমিনাঃ এই মি. কি বললেন আমাকে হ্যা 

নাহিলঃ আর যাবেন কি আপনি তো একটা মেয়ে সাহস আছে নাকি একা কোথায় যাওয়া, এসব রেখে যাও খুকি মুনি মায়ের কোলে যাও

তাহমিনাঃ কিহ, কই যাবেন চলেন তার পর দেখবে ভয় কে পাই একটা ছেলে নাকি একটা মেয়ে(মাজায় হাত দিয়ে)

নাহিলঃ ফিরতে সন্ধা হয়ে যাবে কিন্তু

তাহমিনাঃ সন্ধা কি মাঝ রাত হলে ও সমস্যা নেই, আর সন্ধায় কেন ফিরবেন রাতে ভয় পাও খোকা

নাহিলঃ নাহ ভয় তে আপনি পান তার পর নাকি এলাকাটা ভালো না ভুতে ভরা

তাহমিনাঃ ভুত তো তোমার সামনে বাছা

নাহিল এতো ক্ষন অন্য দিকে তাকিয়ে ছিলো এবার তাহমিনার দিকে তাকিয়ে দেখে সামনে তাহমিনা নেই চমকে উঠলো 

নাহিলঃ তাহমিনা, তাহমিনা (কাঁপা কাপা কন্ঠে) ডাকতে ডাকতে একটু সামনে এগিয়ে যেতে লাগলো হঠাৎ করে কানের কাছে বিকট শব্দ হলো নাহিল চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখে তাহমিনা একটা ঢোক গিলে নিশ্বাস ছেড়ে বাঁচে 

তাহমিনাঃ কি বাবু ভয় পাইছো

নাহিলঃ হয় আর আমি হাহাহা  হাসালে

তাহমিনাঃ সেটা তো দেখলাম ই এখন কি যাবেন নাকি থাকবে(তাহমিনা হাটতে শুরু করে দিলো)

নাহিল পিছু পিছু যেতে লাগলো আর বির বির করে বলা শুরু করলো কি মেয়েরে বাবা এই দেখি সামনে আবার এই নেই ভয় ই পাইয়ে দিয়েছিলো প্রায়, প্রায় কি পেয়ে ই তো গেছিলাম এতো ডেঞ্জারাস,বলতে বলতে তাহমিনার পাশে গেল

নাহিলঃ তুমি কি একায় এসেছো

তাহমিনাঃ হো রে ভাই একায়, একলা জিবনে দোকলা পাবো কই

নাহিলঃ যারে তারে ভাই ডাকলে সঙ্গি পাবা কি

তাহমিনাঃ মানে

নাহিলঃ কিছু না স্যরি তুমি করে বলে ফেললাম

তাহমিনাঃ It's ok no problem, may be we are same year

নাহিলঃ yaa, we are same same

তাহমিনাঃ what

নাহিলঃ কই

তাহমিনাঃ আমরা same same মানে 

নাহিলঃ হ্যা 

তাহমিনাঃ Show me

নাহিলঃ Because of, Hair color then eye vru color then lips papy color

তাহমিনাঃ what,  lips color?? এটা কি pink and your black সিগারেট খাই মনে হয়

নাহিলঃ এই মিথ্যা অপবাদ দিবা না তুমি জানো,  আর কিসের pink লিপ্টিক মেরে মেরে লাল করে বাইরে এসে বলছে  ঠোঁট নাকি pick পানি দিলে তখন ডাস্টবিনের ময়লা বা কয়লার রং ও ওটার থেকে ভালো দেখাবে।

Comments